শিরোনাম

সাতক্ষীরা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে আজ সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে সুন্দরবন রেজিমেন্টে ২১ বিএনসিসি ব্যাটেলিয়ন, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবুলিয়া জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, প্লাটুন কমান্ডার বিএনসিসি ও সেকেন্ড লেফটেন্যান্ট মো. ছানোয়ার হোসেন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. রাশেদ হোসেন, সিইউও মো. জাকারিয়া ফাহাদ্দিছ প্রমুখ।
দুর্যোগকালীন সময়ে বাসা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেভাতে হয় ও ভূমিকম্প থেকে মানুষ কিভাবে রক্ষা পাবেসহ বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় ও মহড়া প্রদর্শন করা হয়।