শিরোনাম

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ী থেকে কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার যুবক ডিমভাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে একটি চক্র বিপুল পরিমাণ হেরোইন নিয়ে এসে নিজেদের বাড়িতে মজুদ করে রাখে এবং দেশের বিভিন্ন স্থানে কৌশলে ডেলিভারি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক চক্রটিকে অবৈধ মাদকদ্রব্য পাচারকালে হাতেনাতে ধরার জন্য র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল তাদের গতিবিধি অনুসরণ ও পর্যালোচনা করতে থাকে। অবশেষে গতকাল রাতে অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধারসহ সিয়ামকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, আসামি সিয়াম দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইনের চালান সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখে এবং দেশের বিভিন্ন স্থানে নানাবিধ উপায়ে তা ডেলিভারি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে হেরোইন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। সে গতকাল পদ্মার তীরবর্তী প্রত্যন্ত চর থেকে মাল রিসিভ করে নিয়ে আসে এবং তার বাড়িতে চালের উপরে লুকিয়ে রেখেছিল।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।