বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২৮

পিরোজপুরে বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলালের সমর্থনে জনসভা

ছবি : বাসস

পিরোজপুর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : পিরোজপুর-৩ সংসদীয় আসনে (মঠবাড়িয়া) বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে গতকাল রোববার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলালের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।

এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান করেন। সদ্য যোগদানকৃতদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন, জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই মঠবাড়িয়াতে বারবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রুহুল আমিন দুলালসহ অসংখ্য নেতা কর্মীর রক্ত ঝরেছে। একটাই দাবি ছিল ভোটের দাবি, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, মানবিক অধিকারের দাবি। আমরা আশা করি মঠবাড়িয়ার জনগণ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি কার্যকরী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলনকে সফল করবে।