বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২৬

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

রংপুর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরীতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

এর অংশ হিসেবে গতকাল রোববার তিন থানা এলাকার পৃথক অভিযানে ৭ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান আজ সোমবার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ইয়াবাসহ আরিফুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এদিকে পরশুরাম থানার বালাকোয়ার বুড়িরস্থান এলাকায় গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, রিপন মিয়া (৪২), ফেরদৌস হাসান (২৮), হাবিবুর রহমান (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

অপরদিকে হারাগাছ থানা পশ্চিম পোদ্দারপাড়ার বাঁধেরপাড় এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করে হারাগাছ থানা পুলিশ। তারা হলেন—শাওন মিয়া (২৬), সাদ (২৫) ও সামসুর রকিব সরকার (২৩)।
তাদের কাছ থেকে গাঁজা, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আইন অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।