বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫

নাটোরে ট্রাফিক সপ্তাহ শুরু

সোমবার নাটোরের মাদ্রাসা মোড়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ছবি: বাসস

নাটোর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল দশটায় শহরের মাদ্রাসা মোড়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, প্রতিবছর সারাদেশে ৫৫ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা নাটোর জেলা। যত্রতত্র রাস্তা পারাপার, পার্কিং এবং পাবলিক যানবাহন থামানোর কারণে  দুর্ঘটনা ঘটছে। শৃঙ্খলা মেনে চললে দুর্ঘটনা রোধ করা সম্ভব।

তিনি বলেন, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এডুকেশন, এনভায়োরমেন্ট, ইঞ্জিনিয়ারিং এবং এনফোর্সমেন্ট-এই চারটি নীতিমালা অনুসরণ করা হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা এবং জেলা প্রশাসক আসমা শাহীন।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মাদ্রাসা মোড় এলাকায় বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। আজ থেকে শহরের হাসপাতাল সড়ক এবং কাঁচাবাজার সড়ককে একমুখী সড়ক হিসেবে যানবাহন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার।