বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৮

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চার দালালকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

টাঙ্গাইল, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৩ নভেম্বর) রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নওসাদ আলম এ আদেশ দেন।

এর আগে টাঙ্গাইল দুদক অফিসের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে এই ৪ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. নওসাদ আলম জানান, টাঙ্গাইল শহরের ছোটো কালীবাড়ির শওকত আলীর পুত্র সাগর (৩২), পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মৃত কিতাব উদ্দিনের পুত্র রাশেদ (৪৮), এনায়েতপুর বৈল্লা এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র শহিদুল ইসলাম (৩৭) কে সাত দিন করে এবং পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মুকুল আকন্দের পুত্র রাসেল (৩৫) কে তিন দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।