বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১০:২৫

পর্যটন সেবার উন্নয়নে ১০০০ কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে টোয়াক

কুয়াকাটা পৌর অডিটোরিয়ামে শুরু হওয়া তিন দিনব্যাপী কর্মশালায় ১০০০ কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে টোয়াক। ছবি: বাসস

পটুয়াখালী, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): পর্যটন সেবার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডার দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিচ্ছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।

কুয়াকাটা পৌর অডিটোরিয়ামে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মশালায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ, গাইড, পরিবহণ ও পর্যটন সেবার সঙ্গে যুক্ত ১,০০০ কর্মী অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মানের পর্যটন সেবা নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও পেশাদার কর্মী গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, এ প্রশিক্ষণ কুয়াকাটার পর্যটন সেবায় নতুন মান যুক্ত করবে। সহযোগী সংস্থা কুয়াকাটা পৌরসভা জানায়, পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।

টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটক বৃদ্ধির সাথে সাথে সেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোয়াক সফল হলে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।