বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ২২:৩০

হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধনেশ্বরকে  আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। 

গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ এর একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তেলিয়াপাড়া এলাকার শাহজাহানপুরস্থ সুরমা চা-বাগান এলাকা থেকে তাকে আটক করে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

পরে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য মতে পাঁচটি পাটের বস্তার ভেতর স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ধনেশ্বর জরা (২৩) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার কার্তিক জরার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জব্দকৃত আলামত হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।