শিরোনাম

কুমিল্লা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ডে (বড়আলমপুর ও বিনাইপাড়) গণসংযোগ ও উঠান বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই উঠান বৈঠক হচ্ছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।’
এছাড়া তিনি আরো বলেন, আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই এলাকার বেকারত্ব দূর করা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর ওয়ার্ড বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।