বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০৫

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জে মতবিনিময় সভা

ছবি : বাসস।

হবিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৬ নভেম্বর থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু উপলক্ষে হবিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা: মো. নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আবু সাঈম, হবিগঞ্জ সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. হাসিবুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে করা এ মতবিনিময় সভায় জানানো হয়, ২৬ নভেম্বর থেকে শুরু প্রাণিসপ্তাহ শেষ হবে ২ ডিসেম্বর। প্রথম দিন প্রদর্শনী উপলক্ষে সকাল ১০টায় র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও খামারিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।