বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০২

মুন্সীগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ কার্যক্রম শুরু

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভ’মিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে মুন্সীগঞ্জ পৌরসভা ঝুঁকিপূর্ণ বহুতল ভবন ও স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম শুরু করেছে।

আজ রোববার পৌরসভার প্রকৌশল বিভাগ এবং নগর পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে পরিদর্শনকালে পৌরসভাধীন খালইস্ট, মালপাড়া ও মানিকপুর এলাকায় ৮টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়।

জানা গেছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০০ অনুযায়ী ভ’মিকম্প সহনীয় স্থাপনা হওয়ার জন্য যেসব শর্ত প্রতিপালন করতে হয় এ ভবনগুলোতে সেগুলো ফলো করা হচ্ছে না। নির্মাণাধীন এসব ভবনের চারদিকে পর্যাপ্ত প্রশস্ত রাস্তা, বেইসমেন্ট ও পাইলিং স্ট্যান্ডার্ড অনুসরণ করছে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুস্মিতা চক্রবর্তী, উপ সহকারী প্রকৌশলী মো. মোশররফ হোসেন ও ইদ্রিস আলী মাদবর এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসেন। তথ্য নিশ্চিত করে শহর পরিকল্পনাবিদ সুস্মিতা চক্রবর্তী জানান, ভবন মালিকদের সতর্ক করা হয়েছে। বিল্ডিং কোড অনুসরণ করে স্থাপনা নির্মাণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।