শিরোনাম

পটুয়াখালী, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দুমকি উপজেলার লোহালিয়া নদীর তীর সংলগ্ন সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে আজ রোববার দুপুর ২টায় পরিচালিত এ অভিযানে স্ক্যাভেটর দিয়ে চিমনি, চুল্লি ও পুরো স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে প্রতিষ্ঠিত ভাটায় পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন করে আসছিল। এসময় ফায়ার সার্ভিস কাঁচা ইট পানি ছিটিয়ে নষ্ট করে দেয়।
স্থানীয় সূত্র জানায়, গত বছর অভিযানকালে ভাটা মালিক ও শ্রমিকরা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছিল। আংশিক উচ্ছেদের পরও কতৃপক্ষ ভাটা আবারও চালু করায় পুনরায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।