বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১২

রাঙ্গামাটিতে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আজ রাঙ্গামাটিতে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। 

আজ রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ মতবিনিময় সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জোবাইদা আক্তার, রাঙ্গামাটি পার্বত্য জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।