বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

রাজবাড়ীতে শিল্প উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

জেলায় শিল্প উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিল্প উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় বিসিকের প্রশিক্ষণ কক্ষে ৫ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দক্ষ শিল্প উদ্যোক্তা তৈরি জরুরি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আধুনিক প্রযুক্তি, পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনার জ্ঞান দিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার জন্য উদ্যোক্তাদের মানসম্পন্ন উৎপাদন, ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে আসছে।

বিসিক শিল্পনগরীর সহকারী মহা ব্যবস্থাপক চয়ন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উদ্যোক্তা মরিয়ম বেগম এবং রেশমা খাতুন।

প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ক্ষুদ্র ঋণ সুবিধা, পণ্যের মানোন্নয়ন, বিপণন কৌশল এবং উদ্ভাবনমূলক প্রশিক্ষণ দেয়া হয়।

রাজবাড়ী সদর উপজেলার প্রায় ২৫ জন নারী উদ্যোক্তা এ কর্মশালায় অংশ নেন।