শিরোনাম

রংপুর, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রুবেল (২৮) পাইকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল পাইকার উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকার বাসিন্দা।
শনিবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানায় হস্তান্তরের পর আজ রোববার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে, গত ১০ আগস্ট নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৭শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে ভিডিও-ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, এখন পর্যন্ত প্রধান আসামিসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে, রুবেল পাইকার ঘটনার হুকুম দাতা। ঘটনার পর থেকে রুবেল পাইকার পলাতক ছিলেন।
তিনি জানান, গতকাল শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতেও অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই বাদ যাবে না।