বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

রাজশাহী, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গতকাল শনিবার রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল হোসেন সবুজ (২৯), অন্ত (৩১), শাহজাহান (৩০), আরাফাত (১৯), ফিরোজ ইসলাম (২৬) ও লিটন (৩০)। তারা সবাই মহানগরীর রাজপাড়া, পবা ও দামকুড়া থানা এলাকার বাসিন্দা। 

এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টডল ট্যাবলেট, মোবাইল ও ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানি জানতে পারে, দাসপুকুর এলাকায় ব্যাপকহারে মাদক কেনাবেচা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জানার পর র‌্যাবের আভিযানিক দল দাসপুকুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।