বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

কুমিল্লা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৫ হাজার মানুষের মেজবানের আয়োজন করা হয়।

শনিবার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের আয়োজনে এ দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভারেল্লা ইউনিয়নে ৩০টি গরু ও ২টি মহিষ জবাই করে এ মেজবানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ড. মুফতী এনায়েতউল্লাহ আব্বাসী।

কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, আমি তৃণমূল থেকে উঠা আসা রাজনীতিবিদ। আজীবন দলের জন্য কাজ করেছি, আগামীতে যতোদিন বেঁচে থাকি দলের জন্য কাজ করে যেতে চাই। আশা করি দল চূড়ান্ত মনোনয়নে আমাকে মূল্যায়ন করবে।