বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ২১:২৯

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত 

দিনাজপুর, ২২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
 
আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দশমাইল এলাকায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা বেগম (৫৩), একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সারজিনা বেগম (৪৫) ও তাদের স্কুল পড়ুয়া কন্যা সাদিয়া বেগম (১৫) এবং কইতর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী শিমু আক্তার (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ শনিবার বিকালে দিনাজপুর সদর কোতয়ালী থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার কইতুর গ্রামের মকবুল হোসেন (৮০) তার পরিবারের ৮ জন সদস্যকে নিয়ে কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের রাসমেলা দেখতে ইজিবাইক যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দশমাইল এলাকায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা নাসির পরিবহনের একটি দ্রতগামী যাত্রীবাহি বাস ইজিবাইটিকে ধাক্কা দিলে ইজিবাইক বাসের নীচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও এক কিশোরীসহ তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত দু'জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম জানান, আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় দুর্ঘটনার খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক সেলিম রেজা জানান, সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।