বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ২০:০৩

ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায় সম্পন্ন

মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায়। ছবি : বাসস

বগুড়া, ২২ নভেম্বর ২০২৫ (বাসস): ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২২)-এর জানাজা শেষে বগুড়ার নামাজগার আঞ্জুমান-ই কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।  

আজ শনিবার বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।

নিহত রাফির বাবা ওসমান গণি বলেন, ‘সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ক্ষমা করবেন’।

তিনি জানান, ভূমিকম্পের সময়ে আহত রাফির মা এখনও হাসপাতালে। তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

নিহত রাফিউল ইসলাম রাফি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে রাফি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বগুড়া শহরের খান্দার এলাকায় মিশন হাসপাতালের পাশেই তাদের বাড়ি ‘রমিছা ভিলা’। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিলেন ছোট। তার বড়বোন রাইসা বর্তমানে অনার্স শেষবর্ষের শিক্ষার্থী। রাফির বাবা ওসমান গণি সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।

এর আগে, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে রাফির মরদেহ বগুড়ায় আনা হয়।