শিরোনাম

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘এভিডেন্স বেইজড ক্লিনিক্যাল অনকোলজি লেকচার সিরিজ’-এর অংশ হিসেবে ‘এডভান্স ইন মাল্টিপল মাইলোমা’ শীর্ষক এক আন্তর্জাতিক একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বিএমইউ কনফারেন্স হলে আজ মঙ্গলবার সেশনটি অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুল ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) হেমাটোলজিস্ট ও মেডিক্যাল অনকোলজিস্ট প্রফেসর ডা. অ্যান্ড্রু রবার্ট ব্রানাগান।
অনুষ্ঠানটি আয়োজন করে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ।
তিনি মাল্টিপল মাইলোমার সর্বাধুনিক চিকিৎসা, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, সিএআর-টি সেল থেরাপি, টক্সিসিটি ম্যানেজমেন্ট এবং সারভাইভারশিপ কেয়ার বিষয়ে সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্যান্সার দ্রুত বেড়ে যাচ্ছে। আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে জেনোমিক্স, বায়ো-ব্যাংক, ক্লিনিক্যাল ট্রায়াল, প্যালিয়েটিভ কেয়ার এবং নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত প্রয়োজন। তাই বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি।’
তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে দ্রুত উপস্থাপন করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বক্তৃতা ও আলোচনায় একটি জাতীয় মানের ‘বিএমইউ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রস্তাবিত ইনস্টিটিউটের আওতায় থাকবে আণবিক ও জিনোমিক গবেষণা, ক্যান্সার বায়ো-ব্যাংক ও জাতীয় ক্যান্সার রেজিস্ট্রি, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট, এআই ও ডিজিটাল অনকোলজি আইএনএমএএস-বিএমইউ নিউক্লিয়ার মেডিসিন শাখা (পিইটি-সিটি, এসপিইসিটি, রেডিওনিউক্লাইড থেরাপি) এবং গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি, হেমাটোলজি, হেড-নেক সার্জারি, নিউরো-অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, রেডিওলজি ও প্যাথলজির সমন্বিত গবেষণা।
বিশেষজ্ঞরা মনে করেন, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে দেশে আধুনিক, সাশ্রয়ী ও গবেষণা নির্ভর ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি আসবে।