বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১১:১৯

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

বান্দরবানের রুমায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বান্দরবানের রুমায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রুমা উপজেলা কৃষি গুদাম প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষকের মধ্যে সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, ফেলন ও অড়হর চাষের জন্য বীজ ও সার প্রদান করা হয়। প্রতি কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমি চাষের উপযোগী পরিমাণে উপকরণ দেওয়া হয়েছে।

সরিষা চাষের জন্য ১ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; চিনাবাদামের জন্য ১০ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; ফেলনের জন্য ৭ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং অড়হর চাষের জন্য ২ কেজি উফশী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

প্রথম পর্যায়ে সোমবার সরিষা চাষের বীজ ও সার বিতরণ করা হয়। ধাপে ধাপে অন্যান্য ফসলের উপকরণও বিতরণ করা হবে বলে জানায় কৃষি বিভাগ।

অনুষ্ঠানে রুমা উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুল হক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার সারাদেশে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। পাহাড়ি অঞ্চলে সম্ভাবনাময় ফসল উৎপাদনে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রুমা উপজেলার কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক কৃষির সঙ্গে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষি দপ্তর নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

উপকরণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।