শিরোনাম

কুষ্টিয়া, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক বিলাসী সাহা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মেহেদী হাসান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সংশোধিত প্রথম সংবিধির ১০(১) ধারা’র খ (১০) উপধারা অনুযায়ী বিলাসী সাহাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশ মোতাবেক তিনি আগামী ৩ বছরের জন্য এ দায়িত্ব পালন এবং পদটির সঙ্গে সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।