শিরোনাম

রংপুর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর বিভাগীয় বইমেলা।
আজ সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, উচ্চ মাধ্যমিক বিভাগীয় পরিচালক রোখসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক এনামুল হক, রংপুর চেম্বার পরিচালক সুলতানুল আলম বুলবুল।
আরও বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
সভায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম, আট জেলার এডিসি (সার্বিক), তথ্য অফিসের প্রতিনিধি, জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৪০ জন কর্মকর্তা অংশ নেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং স্থানীয় লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উৎসাহিত করতেই এই আয়োজন।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাবলিক লাইব্রেরির মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ রংপুরের ৭০ টিরও বেশি প্রকাশনা সংস্থার স্টল থাকবে মেলায়।
প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেরা স্টল ও সেরা সাংস্কৃতিক দলকে দেওয়া হবে পুরস্কার। বইমেলা উপলক্ষে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।