বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা

আজ খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা। ছবি : বাসস

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু প্ররোচিত অভিবাসী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনসংখ্যা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে আজ সোমবার খুলনা প্রেসক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। 

প্রধান অতিথি বলেন, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষ যেন মাইগ্রেশন না হয়, সেদিকে সকলের নজর দিতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারিতাস প্রতিষ্ঠালগ্ন থেকে ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, নগরায়নের ক্ষেত্রে উত্তম পরিকল্পনা করা প্রয়োজন। দুর্যোগ প্রবণ এলাকা থেকে কি পরিমাণ জনসংখ্যা মাইগ্রেশন হচ্ছে, তাদের ডাটা তৈরি করতে হবে। নাগরিক সুবিধা যেমন, কাজের ক্ষেত্র তৈরি, যোগাযোগ, স্কুল-কলেজ থাকে, তাহলে উপকূলীয় অঞ্চল থেকে মানুষ মাইগ্রেশন হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন, কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। 

গোলটেবিল সভায় কীনোট পেপার উপস্থাপন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার। 

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল করিম, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউনিফেস এর চিফ মো. কাউসার হোসেন, কারিতাসের ডিআরআর সিসিএ এর প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কোর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেসি কোর্ডিনেটর কাকলী হালদার প্রমুখ। 

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ডে এবং সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন নামে একটি প্রকল্প চলমান রয়েছে। কারিতাস জার্মানি এবং বিএমজেড এতে অর্থায়নে সহযোগিতা করছে। এ প্রকল্পটি জানুয়ারি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কেসিসির চারটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত এসডিএনসি কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্থ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।