বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১৭:৩৫
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৭:৩৯

রংপুরে যুবলীগ নেতা গ্রেফতার

যুবলীগ নেতা আমজাদ হোসেন। ফাইল ছবি

রংপুর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পীরগাছা উপজেলা থেকে যুবলীগ নেতা আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমজাদ হোসেন উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকার বাসিন্দা ও কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবলীগের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে আমজাদের উসকানিমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।