শিরোনাম

পটুয়াখালী, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার দুমকিতে বিএনপির কার্যালয় ভাঙচুর করার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য খবির উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে উপজেলার গেটের পূর্ব পাশে অভিযান চালিয়ে খবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। সেই মামলায় খবির উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।