শিরোনাম

মাদারীপুর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): মাদারীপুরের কালকিনিতে ‘মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক’ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন’ স্লোগানে আজ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমএসটিএল কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন প্রমুখ।