বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১৫:১৮

যশোরে ২টি সোনার বারসহ এক ব্যক্তি আটক

যশোরে অভিযান চালিয়ে দুইটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ছবি: বাসস

যশোর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে অভিযান চালিয়ে ২০ লাখ টাকারও বেশি মূল্যের দুইটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯) বিজিবি) গতকাল রোববার রাতে সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৫৬) নামের ওই ব্যক্তিকে আটক করে। পরে শরিফুল ইসলামের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ২০ লাখ ৫৪ হাজার টাকা।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিঞ্জপ্তিতে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুল ইসলাম স্বীকার করেছেন তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন।

শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ বিজিবি অধিনায়ক।