শিরোনাম

চবি, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী (৯-১৩ নভেম্বর) ‘ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)।
আজ রোববার সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোছাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আপনারা তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষক হয়েছেন। অনেকে ভালো শিক্ষার্থী, কিন্তু শিক্ষক হিসেবে ভালো করতে পারেন না, ভালো শিক্ষক হতে হলে টিচিং পদ্ধতি ভালোভাবে জানতে হবে। একজন শিক্ষকের আই কন্টাক্ট, বডি ল্যাংগুয়েজ এবং লেকচার ডেলিভারিসহ নানাবিধ বিষয় খেয়াল রাখতে হয়।
উপাচার্য আরও বলেন, একজন শিক্ষক তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে জনপ্রিয় শিক্ষক হওয়া সম্ভব। অর্পিত দায়িত্বের মধ্যে সবার আগে পড়ে নিষ্ঠার সঙ্গে ক্লাস নেওয়া, নৈতিকতার সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়ন। শিক্ষকদের নিয়ে হওয়া বেশিরভাগ প্রশিক্ষণগুলো হয় গবেষণা কেন্দ্রীক। এ প্রশিক্ষণটি আশা করি শিক্ষকদের টিচিং পদ্ধতি সম্পর্কে শেখানো হবে।
প্রশিক্ষণের প্রথমদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
প্রশিক্ষণটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে বিভিন্ন ও ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষক অংশ নেন।