বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ১২:০২

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

সিলেট, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ভর্তি কমিটি গঠন করা হয়।

সভায় ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরীকে ভর্তি কমিটির সভাপতি এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সদস্য সচিব হিসেবে করা হয়েছে।