শিরোনাম

বগুড়া, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বগুড়া-৬ সংসদীয় আসনের শাখারিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পল্লীমঙ্গল বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খাঁনসহ ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সোমবার বিএনপি’র মহাসচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।
এ খবরে নেতা-কর্মীদের মাঝে উল্লাস লক্ষ্য করা গেছে।