বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ২৩:০১

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার

ছবি : বাসস

খুলনা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনীর সকল স্তরে পেশাদারিত্ব, সততা এবং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আজ মঙ্গলবার খুলনা শহরের বয়রা পুলিশ লাইনসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন কেএমপি কমিশনার নিজেই।

তিনি বলেন, এই প্রশিক্ষণ নির্বাচনী দায়িত্ব পালনে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে কার্যকরভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের ব্যবহারিক অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াবে।

কমিশনার মো. জুলফিকার আলী হায়দার সকল পুলিশ সদস্যকে কর্তব্যবোধ, ন্যায্যতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন-সম্পর্কিত দায়িত্ব পালনের আহ্বান জানান।