শিরোনাম

দিনাজপুর, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের হেলমেট বিতরণ করা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান, জেলায় বিআরটিএ’র সহকারী পরিচালক মো. ময়নুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক রোস্তম আলী মন্ডল, শাহ আলম শাহী, শাহারিয়ার হিরু, আনিসুর রহমান দুলাল, এমদাদুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সভায় নিরাপদ সড়ক বাস্তবায়ন ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, গত অক্টোবর মাসে শুধু দিনাজপুর জেলাতেই সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন এবং অনেক আহতদের মধ্যে বিআরটিএ মোট ৯৯ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করেছেন। এই জেলাতে প্রায় পাঁচহাজার হেলমেট বিভিন্ন শ্রেণী পেশার মোটরসাইকেল চালকদের মধ্যে বিতারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এ সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যেককে একটি করে উন্নত মানের হেলমেট বিনামূল্যে প্রদান করা হয়েছে।
তিনি জানান, জনদুর্ভোগ লাঘবে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের অনলাইনে রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা শুরু করা হয়েছে।