বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৭:১০
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৭:২৩

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬

নোয়াখালী, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এরমধ্যে চার জনের মরদেহ কবিরহাট থানায় এবং দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট থেকে কবিরহাটগামী ট্রাকের সঙ্গে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাওয়া অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনা স্থলেই অটোচালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।