বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

চুয়াডাঙ্গায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজ চুয়াডাঙ্গায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা্। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গায় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকা ও পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন করায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজ রোড় ও মাঝের পাড়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। 

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে জ্বালানি গ্যাস, শিশু খাদ্য ও বেকারি পণ্যসামগ্রী তদারকি করা হয়। এ সময় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আবুল কাসেমের  প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন, বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ যথাযথভাবে না করায় গ্রীন ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩  ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামসহ পুলিশের একটা টিম।