শিরোনাম

রাজবাড়ী, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচারের প্রথম ধাপ। গ্রামীণ জনগোষ্ঠীর সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি গ্রাম আদালতের সচলতা, রায় বাস্তবায়ন ও জনগণের আস্থা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ডি ডি এল জি র উপ পরিচালক ডা. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, জেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প), ৫ উপজেলার ইউএনও, জেলা ও উপজেলা পরিষদের প্রতিনিধিগন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, আইনজীবী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলার গ্রাম আদালতগুলোর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, মামলার নিষ্পত্তির হার সন্তোষজনক হলেও সচেতনতা ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের জনবল সংকট, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সভা শেষে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও জনবান্ধব করা সম্ভব।