বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:৩৬

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 

আজ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক । ছবি : বাসস

খুলনা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। 

এসময় হরিণ শিকারীদের হামলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হন। 

আজ সোমবার শরণখোলা রেঞ্জের অন্তর্গত দুবলার আলোরকোলের ডিমের চর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাফি হাসান (২৬), শহীদ মল্লিক (২৮), আলামিন আকুঞ্জি (২৭) নামের তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। 

আটককৃত রাফি হাসানের বাড়ি বাগেরহাট সদরের সুগন্ধি গ্রামে, শহীদ মল্লিকের বাড়ি বাগেরহাটের রামপালের সোনাতুলিয়া গ্রামে এবং আলামিন আকুঞ্জি রামপালের ঝালবাড়ি গ্রামের বাসিন্দা। 

সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এবং বনরক্ষীদের একটি দল পায়ে হেঁটে ডিমের চর বন এলাকায় টহল দিচ্ছিলেন। একপর্যায়ে দলটি হরিণ শিকারের জন্য লাগানো বেশ কয়েকটি ফাঁদ দেখতে পান। এ সময় তারা তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে বনরক্ষীদের দলটি চার থেকে পাঁচজন সন্দেহভাজন শিকারীকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। বনরক্ষীরা পরে ঘটনাস্থল থেকে হরিণ শিকারের জন্য ব্যবহৃত ১৮টি পায়ের ফাঁদ উদ্ধার করেন। 

এসময় সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব হরিণ শিকারীদের হামলায় আহত হন। তিনি দুবলার চরের অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, এ ঘটনার পর একটি বিশেষ অভিযান চালিয়ে রাফি হাসান, শহীদ মল্লিক, আলামিন আকুঞ্জি নামের তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।