বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৯:০৭

চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 

ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “পরিবেশ রক্ষা কেবল মেয়র কিংবা কোনো সংগঠনের একক দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সত্যিকারের সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। নাগরিকরা যদি সচেতন হন এবং সকলে মিলে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন, তবে চট্টগ্রামকেও উন্নত বিশ্বের পরিবেশবান্ধব নগরীর কাতারে নেওয়া সম্ভব।”

সোমবার (৩ নভেম্বর) পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন রিথিঙ্ক’-এর উদ্যোগে কাজীর দেউড়িস্থ গোয়ালপাড়ায় “বর্জ্য বিনিময় কর্নার” কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি চাই, এই পরিবেশবান্ধব আন্দোলনে তরুণরা আরও সক্রিয়ভাবে যুক্ত হোক।

অনুষ্ঠানে সংগঠনটি প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্যের বিনিময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে। এর মাধ্যমে নাগরিকদের পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রিথিঙ্ক-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ও কো-ফাউন্ডার তাসনোভা শামীম ইরা, কো-ফাউন্ডার ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা মাহি, মঈনুদ্দিন চৌধুরী (মঈন) এবং মোহাম্মদ মিজবাহ উদ্দীন।

অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে ১১ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।