শিরোনাম

চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ড), ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
রোববার রাতে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাঈম সৈয়দপুর ইউনিয়নের সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মো. আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ এলাকায় একটি নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল নাঈম।
এ সময় নাঈমের হাতে থাকা একটি লোহার রড অসাবধানতাবশত উপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের
সঙ্গে স্পর্শ হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাঈম নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।