শিরোনাম

চুয়াডাঙ্গা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় ঔষধ প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। ঔষধ প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম।
এ সময় জেলায় ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলায় ঔষধ প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বেলা সোয়া ১২ টা থেকে ২ টা পর্যন্ত সদর হাসপাতালেরসামনে বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোউত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রয় ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয় করার অপরাধে মতিন ফার্মেসিকে ৪ হাজার টাকা, লাইফকেয়ার ফার্মেসিকে ৬ হাজার টাকা টাকা, লাভলী ফার্মেসিকে ৮ হাজার টাকা ও জুয়েল ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে এসব ফার্মেসি থেকে আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।