শিরোনাম

চট্টগ্রাম, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির যৌথ অভিযানে চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করে।
অভিযানে নগরীর কোতোয়ালি এলাকায় মেহমান হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ, রান্না করা বাসি তরকারি, কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে সংরক্ষণ, কেমিক্যালের রং ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকলিয়া এক্সেস রোডের সিজল নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজাখালী এলাকায় তোফাজ্জল হোসেন মুড়ির মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুদি সংরক্ষণ করা ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে মুড়ি প্রস্তুত করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মো. আফতাবুজ্জামান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।