শিরোনাম

পটুয়াখালী, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌর শহরে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা।
সোমবার বিকেল ৪টায় কাগোজীর পুল এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।
গণসংযোগকালে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং দোকানপাট ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফাই জাতির মুক্তির রূপরেখা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনিমূল ইসলাম মিরাজসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিপুলসংখ্যক নেতাকর্মী।