শিরোনাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে আজ রোববার শহীদ ডা. মিল্টন হলে ‘সেমিনার অন টার্নিং পটেনসিয়াল ইন্টো প্র্যাকটিস : প্রিসিশন মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রিসিশন মেডিসিন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদীয়মান একটি ক্ষেত্র, যেখানে প্রতিটি রোগীর জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও জীবনযাত্রার ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে রোগীর জন্য নির্দিষ্ট সময়ে সঠিক মাত্রায় উপযুক্ত ওষুধ প্রদান সম্ভব হয়, যা চিকিৎসাকে করে আরও কার্যকর ও নিরাপদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, ‘প্রিসিশন মেডিসিন এগিয়ে যাবেই। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল রোগীর ক্ষেত্রে একই ধরনের চিকিৎসা সমানভাবে কার্যকর হয় না-তাই প্রয়োজন সুনির্দিষ্ট গবেষণা, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা এবং তথ্য নির্ভর চিকিৎসা পদ্ধতির প্রয়োগ।’
তিনি আরও বলেন, প্রিসিশন মেডিসিন শুধু চিকিৎসার মান উন্নয়নেই নয়, রোগ নির্ণয় ও প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রিসিশন মেডিসিন পরস্পর পরিপূরক হয়ে কাজ করবে। এজন্য কারিকুলামে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা এবং দেশে বিদেশে মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি।
অধ্যাপক শাহিনুল আলম আরও উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে যথাযথ অবদান রাখতে হলে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বিএমইউকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা দেশ-বিদেশে আস্থা ও মর্যাদার প্রতীক হয়ে ওঠে।
ইউজিসির সাব প্রজেক্ট হাইয়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. আবু সৈয়দ মো. মোসাদ্দেক, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রুকসানা রায়হান, বিএমইউর মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার এবং কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর রিসার্চ ফেলো ডা. আবু শাহদাৎ মোহাম্মদ নুরুন্নবী।
বক্তারা প্রিসিশন মেডিসিনের বাস্তব প্রয়োগ, নীতি-নির্ধারণ, আইন ও নৈতিকতার দিক, চিকিৎসা গবেষণায় এর প্রভাব এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, প্রিসিশন মেডিসিন ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব আনতে সক্ষম, বিশেষ করে ফার্মাকোজেনোমিক্স বা ওষুধ প্রদানের জিনগত প্রতিক্রিয়া বিশ্লেষণে এটি অত্যন্ত কার্যকর হতে পারে।
সেমিনারে উপস্থাপিত গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর মধ্যে ছিল- ‘রোডম্যাপ ইন ইমপ্লেমেন্টিং প্রিসিশন মেডিসিন এ্যাট বিএমইউ’, ‘এক্সলেরেটিং প্রিসিশন মেডিসিন উইথ এআই’, ‘রোল অব ক্লিনিক্যাল লবেরেটরিজ ইন ইমপ্লেমেন্টিং প্রিসিশন মেডিসিন’, ফার্মাকোজেনোমিক্স ইন প্রিসিশন মেডিসিন’ এবং ‘প্রিসিশন মেডিসিন বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আইন, প্রবিধান এবং নীতিশাস্ত্র’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটি সেন্ট্রাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফজালুন নেছা। সঞ্চালনা করেন এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
সেমিনারের শেষাংশে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থী ও চিকিৎসকরা আলোচনায় অংশ নেন। পরে অংশগ্রহণকারী বক্তা ও অতিথিদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।