শিরোনাম

খাগড়াছড়ি, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা শহরের টাউন হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক কুমার সুচিং প্রু সাইনের সভাপতিত্বে এ আলোচনাসভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. নোমান হোসন, জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খান, পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সমবায় আন্দোলনে বিশেষ ভুমিকা রাখার জন্য জেলার ৯টি সমবায়কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।