বাসস
  ০১ নভেম্বর ২০২৫, ১৫:০৩

রাজশাহী সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

ছবি : বাসস

রাজশাহী, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কাটাখালী সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

আজ শনিবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র একটি টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার কাটাখালী থানাধীন খানপুর পশ্চিমপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ।

এ সময় মালিকবিহীন ১টি প্লাষ্টিকের বস্তায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ কাটাখালী থানায় জমা করা হয়েছে।