শিরোনাম

কুড়িগ্রাম, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আজ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের স্বপ্ন কুঁড়ি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও ছাত্র নেতা আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। সমবায় আন্দোলনের বিস্তার এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নেই দেশের সাম্য ও সমতার ভিত্তি মজবুত হবে বলে তারা মত প্রকাশ করেন।
এর আগে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।