বাসস
  ০১ নভেম্বর ২০২৫, ১৪:৩৯

পটুয়াখালীতে বিএনপির উঠোন বৈঠকে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা

পটুয়াখালীর বাউফল উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিএনপির উঠোন বৈঠক। ছবি: বাসস

পটুয়াখালী, ০১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে উঠোন বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার অলিপুরার আলী হোসেন চেয়ারম্যানের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

তিনি বক্তব্যে বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আশা-আকাঙ্খার প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন ফিরোজ, কাজল খান এবং উপজেলা বিএনপির সদস্য ও মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন।

বক্তারা বলেন, বিএনপি যে ৩১ দফা রূপরেখা দিয়েছে, সেটিই আগামী দিনের উন্নয়ন ও সুশাসনের ভিত্তি হবে। এই রূপরেখার মাধ্যমে জনগণ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পাবে। তাঁরা আরো বলেন, দলে ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা রাখলেই বিএনপি আবারও জনগণের ভালোবাসা অর্জন করবে। এসময় দলীয় নেতারা স্থানীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মন্জু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হিরোন জোমাদ্দার, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।