শিরোনাম

চাঁদপুর, ১ নভেম্বর, ২০২৫( বাসস) : জেলা সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলার মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে জেলা নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।
গতকাল রাতে জেলা নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। মৃত প্রিন্স মাহমুদ ঢাকা গেন্ডারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি তাবলিগ জামায়াতের সঙ্গে এই এলাকায় আসেন।
রাতে জেলা নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ওই যুবক ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আনুমানিক বেলা ১১টার দিকে নিখোঁজ হয়। এরপর নৌ ফায়ার স্টেশন ১১টা ৪০মিনিটে সংবাদ পায়। তারা বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তার মরদেহ জেলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির এর নিকট হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে ওই যুবকের স্বজনরা থানায় এসেছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।