শিরোনাম

বাগেরহাট, ১ নভেম্বর, ২০২৫ ( বাসস) : বাংলাদেশ আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ করমজল পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে করমজল পরিদর্শনকালে তাকে স্বাগত জানান করমজল, বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর।
মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ সময়ে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্র, সংরক্ষিত জাদুঘরে বিভিন্ন জাতের বন্যপ্রাণী, হরিণের চামড়া ও জীবন্ত একঝাঁক প্রাণবন্ত হরিণ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সুন্দরবনের ভেতরে কিছু অংশ ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
হাওলাদার আজাদ কবীর এসময়ে গাইড হিসেবে সুন্দরবনের চিরহরিৎ, গেওয়া, কেওয়া, ছৈলা, সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছের বর্ণনা, পুরো সুন্দরবনের মানচিত্র ও সীমানা সম্পর্কে ধারণা দেন। তিনি ঢাংগমারি করমজলের সারি সারি সবুজ গোলপাতা গাছ ও সুন্দরবন সংলগ্ন পশুর নদী তীরবর্তী এলাকার নৈসর্গিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।