শিরোনাম
রাঙামাটি, ১ নভেম্বর, ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ জেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে ৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক, জেলার সদর উপজেলাধীন ৪টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান এবং সফল সমবায় সমিতি হিসেবে ৩টি প্রতিষ্ঠানক সম্মাননা স্মারক এবং নারী উদ্যোক্তা হিসেবে একজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
‘সাম্য সমতায়, দেশ গড়বে সমবায়’, এই প্রতিপাদ্যে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্যের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতির সভাপতি জগৎজ্যোতি চাকমা, আলোড়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম পারুল, আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর শুক্কুর প্রমুখ।